সক্রেটিসের বিশ্ব বিখ্যাত উক্তি -
দুর্বিতায়নে জড়িয়ে পড়া শাসক প্রশাসক
নেমে পড়েছে, সত্য প্রমাণ করতে এই সমাজে;
" শিক্ষিতরা শিক্ষিত হওয়ার জন্য একদিন অনুতাপ করবে
আর দুর্বৃত্তরা অশিক্ষিত হওয়ার জন্য আনন্দ করবে"
তাঁদের ধর্মীয় ভাবনায় এবং জীবন জীবিকার কাজে।


মানুষকে ভয় দেখিয়ে, মৃত্যু দেখিয়ে বীভৎসতায়
চায় রাখতে সরিয়ে শিক্ষার অঙ্গন থেকে অনেক দূরে;
আর ধর্মের নামের আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে।
তাইতো জ্ঞানীগুণী সব দূরে দাঁড়িয়ে হাত তুলে
সকল চেতনার দুয়ার ও কলমের ঢাকনা বন্ধ করে


ভাবনা এমন সবাই যেন করছে বারণ।
"সুখের চাইতে স্বস্তি ভালো"
হোক না বন্ধু জগৎ কালো।
আঁধার ঘরে থাকবে পড়ে
চোখ বন্ধ করে ঘুমের ছলে।
এ কেমন সুখ কেমন স্বস্তি
বুঝি ঢাকল আঁধার জ্ঞানের বস্তি
হয়তো হবে এটাই স্বস্তি?


জানি মন্দরা সব করবে দখল
ভালোর ভালো ওই যে সকল।
কোন বিভেদ রইবে না আর!
ওই দুর্বৃত্তরা নেবে সকল ভার!!
জ্ঞান চেতনার আলো যতটুকু রবে
শুধুই দেখে দেখে কষ্ট পাবে ।


যাবে শান্তি তলিয়ে ওই অতলে
জাহান্নামের ওই সেই ঘেরা ঘরে।
আর হাসির জায়গা নেবে চোখের জল
ধোয়াবে পা দুর্বৃত্তদের হয়ে জলের কল।
এই প্রথা মেনে নেবে হয়তো সবাই
সময় থাকতে আজ সবাইকে একটু ভাবাই।


২০শে  ভাদ্র, ১৪৩৯,
ইং ০৭/০৯/২০২৩,
বৃহস্পতিবার সকাল ১০:৫২। ২১২২, ১৯/৫২, ০৮/০৯/২০২৩।