নিজেরে দিয়ে করিতে প্রমাণ
সময় এসেছে ভাই;
চারিদিকে দেখো আগুন জ্বলিছে,
নিভাতেই হবে তাই।


মানুষে মানুষে বিভেদ টেনে,
মুনাফা লুটিছে ওরা;
কঠিন সময়ে বাধিতেই হবে,
বিভেদকামি মৌলবাদের ঘোড়া।


চক্ষু বুজে থেকো না পরে
ভেবো না সুখে আছো;
অন্যের ঘরে আগুন জ্বলিলে,
লাগিবে সেই আঁচও।


১৭ ই ফাল্গুন,১৪২৬,
ইং ০১/০৩/২০২০,
রবিবার বেলা ১টা। ৯৪৩, ১২/০৩/২০২০।