মায়ের নারী ছিন্ন করি ধরায় রেখেছিলাম পা,
ছিন্নমূলীরা ছিন্নভিন্ন শহরমুখী ছেড়ে তাদের গাঁ।
মায়ের সবুজ আঁচল বিছানো  রইলো পড়ে গাঁয়ে,
সহজ জীবন কঠিন হলো শহরমুখী হয়ে।
ইট-পাথরে হারিয়ে গেল সরল জীবনটা,
কোকিল ডাকা আমের শাখে বাঁধা স্মৃতিটা।
সবুজে ঘেরা পাখি ডাকা সেই আমার গাঁ,
পৌষ প্রভাতের শিহরণে  শিশির ভেজা পা।
বন্ধুরা সবাই মিলেমিশে বনভোজনের খেলা,
হৈ-হুল্লোড়ে কেটে যেত সারা দিনের বেলা।
আমের শাখে দোল  খাওয়া পুকুর ঘাটে স্নান,
সুখের আশায় ছুটেতে গিয়ে সব হল যে ম্লান।
আর পাবো না এই জীবনে  সেই মধুর দিন,
কেমনে শুধবো  মোদের প্রিয় সোঁদা মাটির ঋণ?


১০ই পৌষ, ১৪২৫,
ইং  ২৬/১২/২০১৮,
বুধবার, সকাল ৭টা।