শোনো শোনো শোনো
গুরুর গল্প শোনো।
রাম রহিম তার নাম
যেমন নচ্ছার তেমন তার কাম।
ধর্মের নামে বেসাতি করে,
যারে পায় তারেই ধরে।
পরের জোরে হয় সে পালোয়ান
ন্যায় অন্যায় সরকার সব মেনে নেন।


শিষ্যদের পয়সায় হয় যে ধনী,
বুঝতেই পারছো সে কেমন মানি!
শিষ্য শিষ্যা না শুনলে কথা,
সে-ই হয়ে ওঠে বড় খুনি।


খুন - ধর্ষণে জেলে গেল,
আবার বন্ধু সরকার মুক্তি দিলো।
যেমন সরকার তেমন গুরু,
আমরা মানুষ শুধুই বাঁকাই ভুরু।
অবোধ মানুষ বুঝবে কবে?
না বুঝেই পা দেয় যে ফাঁদে।
গল্প যেথায় শেষ সেথাই শুরু,
দেশের মানুষ চিনুক গুরু।


৯ই পৌষ, ১৪২৬,
ইং ২৬/১২/২০১৯,
বৃহস্পতিবার, বেলা ১২টা। ৮৭১, ২৭/১২/২০১৯।