বাহিরে নীরব ভিতরে স্বরব
চেতনায় ঘোরে অন্তর মাঝে;
নিরবছিন্ন থাকে ভাবনায় মেতে
আপনার ওই সৃষ্টির কাজে।


স্রষ্টা বলি ওই যে তাঁরে
অনন্তে ওই মরছে ঘুরে;
নিত্য নতুন সৃষ্টি করে
নুতন নুতন ভাবনার পরে।


সৃষ্টির ব্যথা আনন্দের কথা
বোঝে শুধু ঐ সন্তান সম্ভবা;
জীবন মরণ আর রক্তক্ষরণ
অন্যের ভাবনায় যায় বা কিবা?


কষ্টের শেষে আনন্দে ভাসে
আপন সৃষ্টিকে চোখে দেখে
স্রষ্টার আনন্দ সৃষ্টির মাঝে
কজন বলো হৃদয়ে মাখে?


স্রষ্টা থাকে গভীর অন্ধকারে
ভাবনা হয় আলোয় প্রকাশ ;
মুগ্ধ চোখে ওই দর্শক দেখে
এটাই স্রষ্টার চেতনার বিকাশ।


সীমাহীন ওই অনন্তের মাঝে
রূপের খনি বেড়ায় খুঁজে;
যে দেখেছে সেই মজে
হৃদয়ের ব্যথা ক'জন বোঝে?


৩০শে ভাদ্র, ১৪৩০,
ইং ১৭/০৯/২০২৩,
রবিবার সকাল ৮:০৯। ২১৩৩, ১৯/৭৩, ১৯/০৯/২০২৩।