স্রষ্টা তুমি সৃষ্টি মোরা
জগতে ছড়ায়ে রই;
পেয়েও তোমার করুণা
আমরা ভাবি কই?

এই সৃষ্টি চায় স্রষ্টা হতে
চার দেয়ালের মাঝে;
সীমাহীন এই জগত দেখে
মরবে ভয় লাজে।

বসে আঁধার ঘরে অন্ধকূপে
নিজেরে দেখতে পায়না;
আলোর সাগরে নিজের ভাসায়ে
নিজেরে বুঝতে চায়না।

সীমাহীন এই অসীম জগত
কতটুকু দেখতে পাই;
চেতনার আলো জ্বললে পরে
লজ্জায় মুখ লুকাই।

লম্ফঝম্প আর ওই শতদম্ভ
সীমার বাইরে যায় না;
মৃত্যু এলেই সব শেষ হয়ে যায়
সময় তো আর পায়না।

২৫ শে পৌষ, ১৪২৮,
ইং ১০/০১/২০২২,
সোমবার সকাল ৮টা।  ১৫৬১, ১৭/০১/২০২২।