গতানুগতিক আপনার চলন
ভেঙে দেখুন নিয়ম কানুন;
ফলে সৃষ্টি হবে নতুন ধরণ,
গতানুগতিক আপনার চলন।

মিলিয়ে নিয়ে মানব মনন
নতুন সৃষ্টি ধরায় আনুন;
গতানুগতিক আপনার চলন
ভেঙে দেখুন নিয়ম কানুন।

২৪শে পৌষ, ১৪২৮,
ইং ০৯/০১/২০২২,
রবিবার সকাল ৬:১১। ১৫৫৮, ১১/০১/২০২২।