মহাবিশ্বে মধ্যাকাশে, দেখি ছায়াপথ,
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, কত নানা মত।
অভিকর্ষ, মন হর্ষ, চলে পথে রথ,
অনন্ত প্রকৃতি দেখি, বিস্ময়ের সাথ।
জলস্থল, নদীনালা, দেখি মেঘো খেলা,
কুলকুল প্রবাহিত, তরঙ্গিত ভেলা।
সৌদামিনী খেলা করে, গীতধর্মী রাগে,
কবিরা কবিতা লেখা, সুধাসিন্ধু জাগে।


প্লাবন সর্বস্ব হেথা, আসে আর যায়,
মরুভূমি, শৃঙ্গধর, সকলি ভাসায়।
অন্ধকার আলোকিত, দেখি মোরা সব,
গাছে গাছে ফুল ফোটে, মধুময় রব।
জড়ত্ব জীবন পায়, বসন্তের গানে,
চরাচর ভেসে যায়, সৃষ্টির প্লাবনে।


২৯ শে ভাদ্র, ১৪২৭,
ইং ১৫/০৯/২০২০,
মঙ্গলবার, বেলা ১১ টা। ১১৩৬,  ২১/০৯/২০২০।