এই জগতে সবই ভালো
জানি এমন তর নয়;
কিছু ভালো কিছু মন্দ
সবই করতে হবে জয়।


যেমন খেলা জন্ম মৃত্যুর
সেই খেলাই সুখ-দুঃখের;
পাখির বাসা ভাঙতে গিয়ে
ভাবনা ভাবি আপন পরের।


দুঃখ দিয়ে কেউবা হাসে
সুখের নীড় ভাঙ্গার আশে;
শান্তির খোঁজে কেউবা কাঁদে
দুঃখীকে আপন ভেবে ভালোবেসে।


সুখের হাসি দুখের কান্না
সবই যেন ওই রান্নাবান্না;
সেই ঝাল টক মিলেমিশে
মিলতে পারে হীরা পান্না।


জানি আমরা শুধুই উপলক্ষ
গভীর খাদে আছি বন্ধ;
চেতনা এলে হয়তো মেলে
মুক্তির আলোর কিছু রন্ধ্র।


১১ ই মাঘ, ১৪২৯,
ইং  ২৬/০১/২০২৩,
বৃহস্পতিবার সন্ধ্যা ৫:২১। ১৯০১, ২৮/০১/২০২৩