কান্না দিয়ে দিনের শুরু
দুঃখ আনে বয়ে;
হাসি আবেগ প্রাণের শক্তি
যায় সকলে শয়ে।

তীব্র দহনে জ্বলে ধরা
আমরা বলি খরা;
সবুজ যখন হরিদ্রা হয়
তাকেই বলি জরা।

ওই প্রকৃতি আর জীবন
নিত্য দিনের মত;
বুঝেও আমরা বুঝিনা যে
থাকি ব্যক্তিস্বার্থে রত।

সকাল হলেই সন্ধ্যা হবে
জন্মের সাথে মৃত্যু রবে;
হাসির সাথে কান্না আছে
জ্ঞানের প্রদীপ জ্বালতে হবে।

হাসি-কান্না, সুখ-দুঃখ,
নয় এটাই জীবনের মুখ্য;
কর্ম তোমায় করতেই হবে
প্রাণের ভাষা এটাই সূক্ষ্ম।

যে হাসি মুখে নিতে পারে
তাঁর বোঝা থাকে না যে;
হাসতে হাসতে চলে যায়
সে চিনে নেয় আপনারে।

২৬ শে বৈশাখ, ১৪২৯,
ইং ১০/০৫/২০২২
মঙ্গলবার সকাল ৮:৩৬। ১৬৭৭, ১২/০৫/২০২২।