সুখে দুঃখে জীবন চলে
সে তো থেমে থাকে না;
একেই তো জীবন বলে,
সুখে দুঃখে জীবন চলে।

কেন থাকবে থেমে তাহলে,
সবাই কেন কথা বলোনা?
সুখে দুঃখে জীবন চলে
সে তো থেমে থাকে না।

২৪শে  পৌষ, ১৪২৮,
ইং ০৯-০১-২০২২,
রবিবার সকাল ৫:৩৯। ১৫৫৬, ০৯/০১/২০২২।