শুষ্ক হাসি আর মায়া কান্না,
      এ কার্যসিদ্ধির চেষ্টা;
ওরা পরের ধনে পোদ্দারি করে,
      বিক্রি করে দেশটা।


তারা ভয় দেখিয়ে শাসন করে,
          সত্য পথ ভ্রষ্টা;
ক্ষণিক পরে সেই দুখের ভার,
       থাকে শুধুই রেশটা।


হাহা আহা করে শান্তি ফেরে?
        অশ্রু ঝরায় কেষ্টা;
সবাই একসাথে লড়াই করলে,
       সুখের হবে শেষটা।


১৯শে মাঘ,১৪২৬,
ইং ০৩/০২/২০২০,
সোমবার, সন্ধ্যা ৫:৩৫। ৯২৩, ২১/০২/২০২০।