স্বাধীনদেশ, স্বাধীনতা আর অধিকার,
কোনটা মিলেছে কার?
বিদেশি শাসক ছিল লড়াইটা বড় ছিল
স্বদেশীর কাছে হলো হার।
নীরব দর্শক হয়ে সবাই আছি ভয়ে
কথা বলার সাহসটা নাই;
এই কি স্বাধীনতা মুখে বলি ভাই ভ্রাতা
আসলে কেউ কারো নই।
নির্বোধকে দিলে সুযোগ হবেই যে দুর্ভোগ
আবেগে সব ভুলে যাই;
হৃদয়ের গোপন কথা জাগে প্রাণে সেই ব্যথা
আপনকে কোথা খুঁজে পাই?
ছোট্ট জীবন ভাবি ওই অস্ত যাবে রবি
তাই কি নীরবে থাকা ভালো?
আঁধার আঁধারই রবে যাতনা সবাই সবে
অন্ধকারে মিলিবে না আলো।
এমন জীবন নিয়ে শুধুই দুঃখ প্রকাশিয়ে
কেটে যাবে জীবন?
থাকিবে না কোন স্মৃতি ওহো এমন প্রীতি
ভালোবেসেছিলাম এই ভুবন!
না শিখিলাম লড়াই করা, শিখালাম হতে জড়া
কোন চেতনায় আছি?
কেন্দ্র-রাজ্যের দাদা দিদি আমাদের পরমনিধি
তাই নিয়েই রবো বাঁচি।
চোখ বুজে থাকতে হবে কেউ কোথা নাহি রবে
নীতিবোধ দিয়ে বিসর্জন;
তবেই সুখে রবে ওই আপন কে পর ভেবে
এটাই হবে জীবনের অর্জন।
ধন্যবাদ দেবো কারে? নিজেই খেলাপি ওরে
দুঃখ বলার জায়গা নাই;
জন্মজন্মান্তরের কথা নিজেকে দিতে ধোকা
নিজেই যে সেই শাস্তি পাই।
১৩ই মাঘ,১৪৩১,
ইং ২৭/০১/২০২৫,
সোমবার বেলা ১১:৩৩।২৬২৮, ২৪/১০৩,
২৮/০১/২০২৫।