স্বপ্নে আঁকা জীবন চাকা
চলছে ছুটে আপন মনে;
কালীমের গতি ছুটছে অতী
জানিনা তো কিসের টানে?


যায় রেখে যায় পশ্চাতে ওই
সাফল্য ও ব্যর্থতার স্মৃতিচিহ্ন;
তবুও জীবন তরী চলছে ছুটে
কত রংবেরঙে নয়তো ভিন্ন।


অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে
চলছে তরী বর্তমানের ভবিষ্যতে;
নির্দিষ্ট নয় যে কারো ওই অভীষ্টটা
সুখে দুঃখে আনন্দেতে রয় মেতে।


ওই স্বপ্ন গড়ে স্বপ্ন ভাঙে
দেখি আমরা বারে বারে;
ব্যর্থ স্বপ্নের ভিতের উপর
নতুন স্বপ্ন আবার গড়ে।


ভাঙা গড়ার এই যে খেলা
সকাল থেকে সন্ধ্যা বেলা;
শেষ হয়েও হয় না শেষ
রেখে যায় নানান রেশ।


৯ই ভাদ্র, ১৪৩০,
ইং ২৭/০৮/২০২৩,
রবিবার বেলা ৫:৪৮। ২১১১, ১৯/৩০, ২৮/০৮/২০২৩।