জন্ম দিয়ে স্বপ্ন শুরু,
মৃত্যু দিয়ে শেষ;
স্বপ্নের মাঝে বাস্তব খুঁজি,
এইতো জীবন বেশ।


স্বপ্ন আছে, জীবন আছে,
মানব দর্শন কয়;
দর্শনের ওই চেতনা টুকু,
মানব হিতে রয়।


ওই মনুষ্যত্ব আর মানবতা,
স্বপ্ন জালে বাঁধা;
আত্মায় আত্মায় আত্মীয়তা,
তাই বলেছে রাধা।


সাধক, সুফি, মানুষ যারা,
প্রাণের কথা কয়;
তাদের পথে চলতে গিয়ে,
থাকেনা আর ভয়।


স্বপ্নের মানুষ প্রাণের মানুষ,
হৃদয় ছুঁয়ে যায়;
তাইতো অমানবিক স্বপ্নগুলো,
ভাবতে লাগে ভয়।


ওরে স্বপ্ন, ওরে বাস্তব,
ওরে জীবন কুল,
জীবন পথে চলতে গিয়ে,
করিস নারে ভুল।


ভুলের মাশুল দিতে হবে,
সত্যের পথ ছাড়া;
সত্য বাস্তব এক হয়ে যায়,
স্বপ্নে দেয় নাড়া।


মনুষ্যত্বের স্বপ্ন, মানবতার স্বপ্ন,
স্বপ্ন দেখুক সবাই;
আমরা পরমপ্রকৃতি করব জয়,
স্বপ্ন তাহাই ভাবাই।


মলিন স্বপ্ন সব মুছে যাক,
মোদের জীবন থেকে;
স্বপ্ন-উজ্জ্বল ভবিষ্যৎটা যাক না,
মোদের কাছে রেখে।


২রা আষাঢ়,১৪২৬,
ইং ১৮/০৬/২০১৯,
মঙ্গলবার সকাল ৮টা।  ৭১৮ তাং ১৯/০৬/২০১৯।


কবি বন্ধু অনিরুদ্ধ বুলবুল কে উৎসর্গ করলাম, সাথে রইলো অফুরন্ত ভালোবাসা।
ভালো থাকবেন।