স্বপ্নরা আসে স্বপ্নরা যায়,
স্বপ্ন কখন ও বাস্তব হয়,
স্বপ্নময় এই জীবনের পথ।


স্বপ্নরা ছড়িয়ে পথে প্রান্তরে,
স্বপ্নরা দেখায় দিশা মানুষেরে,
থাকে স্বপ্নেরা ঘিরে বিশ্ব জগত।


এই স্বপ্নরা মানুষের সুপ্ত জ্ঞান,
স্বপ্নরাই আনে জাগরণে বান,
স্বপ্ন ছাড়া চলিবে কেমন?


স্বপ্নই শক্তি আর স্বপ্নই মুক্তি,
স্বপ্নরা যোগায় মানবের ভক্তি,
এই জগতে স্বপ্নদর্শী যারা।


জীবন স্বপ্ন, দর্শন ও স্বপ্ন,
সাথে স্বপ্ন মোদের ভবিষ্যৎ;
স্বপ্নের মাঝেই বাঁচা মরা,
স্বপ্নই আনে সুন্দর প্রভাত।


আকাশ ভরা স্বপ্নগুলো
তারার মতো ছড়িয়ে আছে;
প্রাণভরে চাইলে তাদের,
একে একে আসবে কাছে।


৩২ শে শ্রাবণ, ১৪২৬,
তাং ১৮/০৮/২০১৯,
রবিবার, বেলা ৩:৪৫। ৭৫৮, তাং ১৯/০৮/২০১৯।