যে যেতে চায় ওই সুদুরে
তাঁরে বাঁধা আর যাবে না;
যতই কাঁদো তুমি ওগো
আর তুমি তাঁরে ফিরে পাবে না।


অশ্রু তোমার মুছে ফেলো
বলি তোমায় আর কেঁদো না;
যতই কাঁদো তুমি আরো
আর তুমি তাঁরে ফিরে পাবে না।


খাঁচা ছেড়ে পাখি উড়ে গেছে
দূর ওই নীল আকাশে;
ফিরবে না সে আর খাঁচায়
প্রেম প্রীতির সেই আবেশে।


অসীমের ডাক যে শুনেছে
সে কি রে থাকতে পারে?
ওই কাঁচা বাঁশে বাঁধা বাসা
কেমনে থাকবে এমন ঘরে?


যতই চেষ্টা করো না তুমি
তাঁরে বাঁধা আর যাবেনা;
অপেক্ষাতে ওই যতই থাকো
আর তুমি তাঁরে ফিরে পাবে না।


২৬শে অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ১৩/১২/২০২২,
মঙ্গলবার বিকেল ৪:৩১। ১৮৫৬, ১৪/১২/২০২২