তত্ত্বের সন্ধান কোথায় পাবো?
       বলতে পারো?
মনের জিজ্ঞাসা, প্রকৃতির ভাষা,
       নির্ভর করো।


অনুসন্ধিৎসু দৃষ্টিকে, ভেজাও যদি,
   নতুন ভাবনার সৃষ্টিতে;
অরূপ রূপের দেখা মিলতে পারে,
    সনাতন সেই কৃষ্টিতে।


সৃষ্টি-কৃষ্টি সব এক হয়ে যায়,
   সত্য যখন খুঁজে পায়,
অন্ধকারে সেই আলোর ঝড়ের,
বাঁধনহারা ঢেউ খেলে যায়।


সত্য সে যে কেমন তত্ত্ব,
ভুলিয়ে দেয় হৃদয় বিত্ত,
        সঠিক তথ্য পেলে;
তত্ত্বের খেলা সাঙ্গ হলে,
তখন জিজ্ঞাসাটা কথা বলে,
      সত্য তবেই পাখামেলে।

২৮শে ভাদ্র, ১৪২৫,
ইং ১৪/০৯/২০১৮,
শুক্রবার, সকাল ৯.৩০টা।  591 dtd 23/09/2018