তেল বুঝি এলো আজ তলানীতে,
        কতদিন মাখবে ওরা,
        পারবে না মাখতে আর,
         জীবনে নামিবে খরা,
এরই নাম প্রকৃতি এরই নাম ধরা।


ওঠো সবে ঘুম থেকে, খোলো দোর
          জীবনের কথা, প্রাণের কথা
           বঞ্চনায় পাই সেই ব্যথা।
           বঞ্চিতরা যদি উঠে দাঁড়ায়,
থাকবে না আমাদের আর কোন ভয়।


জোতদার, জমিদার আর ওই মুনাফাখোর,
            কতদিন তারা রাখবে বেঁধে,
            এই উত্তাল জনসমুদ্র কে?
            পুব আকাশে খুলিছে লাল দোর,
আজ আসবে বুঝি  নিশি শেষে সেই ভোর।
      
১৪ই অগ্রহায়ণ, ১৪২৬,
ইং তাং ০১/১২/২০১৯,
রবিবার, বেলা ৩:২৫। ৮৫২, ০২/১২/২০১৯।