ছিল আমার প্রাণের বন্ধু
আজ আর সে নাই;
এই বৃদ্ধ বয়সে এসে তাঁরে
কোথায় খুঁজে পাই?

একসাথেই ছিলাম আমরা
শৈশব কৈশোর যৌবন;
জীবনের শেষ প্রান্তে পৌঁছে
ওই হারালাম মৌবন।

মধুর লোভে ঘুরে ফিরে
কেটে গেল বেলা;
ভাবতে বসে মনটা কাঁদে
শেষ করে সব খেলা।

খেলার সাথী সবাই গেল
আমি পরে একা;
দিনগুনি আর অশ্রু ফেলি
চতুর্দিকেই ফাঁকা।

হারিয়ে যাবো একদিন আমি
থাকবে স্মৃতি পরে;
বড় কঠিন লাগে ভাবতে তাহা
সেই চেতনা ধরে।

১৯শে ফাল্গুন,১৪৩০,
ইং ০৪/০৩/২০২৪,
রবিবার রাত ১২:১৪। ২২৯৭, ২০/১৩৪, ০৪/০৩/২০২৪।