মনে করা এক স্নায়বিক-
ক্রিয়া ছাড়া কিছু নয়;
দেহের শক্তি মনের শক্তি
তাহা করতে পারে জয়।
ইচ্ছা শক্তি প্রকট করে
মনের ক্রিয়া-কলাপ;
তাই মানুষ উঠতে পারে
ধাপের পরে ধাপ।
খিদে লাগলে খাওয়ার ইচ্ছা
মনের মাঝে জাগে;
অনিচ্ছাতে হয় না খাওয়া
ইচ্ছারা সব ভাগে।
মন যদি চায় সবই হয়
ওই অনুভবটা বড়;
প্রাণের সাথে মন মিলিয়ে
করে সকল জড়ো।
৯ই আষাঢ়,১৪৩২,
ইং ২৪/০৬/২০২৫,
মঙ্গলবার সকাল ৮:৫৪। ২৭৭৫,
২৬/৩৮, ২৫/০৬/২০২৫।
The Mind and Will
Chitta Ranjan Sarker (Jagrata Bibek)
The mind, we say, is but the thread
Where nerve-born actions forge ahead.
The body’s might, the spirit’s flame—
Together conquer, stake their claim.
The will ignites the mind’s deep core,
And lifts us up through effort’s door;
By will alone, man learns to rise—
Step after step, toward the skies.
Hunger awakens wish for food;
Without that wish, no meal pursued.
The mind’s desire, the body’s need—
Together sow the living seed.
When heart and mind their forces bind,
They gather strength of every kind.
What we perceive, what stirs within—
That makes us whole, that helps us win.
9th Asharh, 1432
24 June 2025,
Tuesday 8:54 AM