কাঁদি নাই আমি কাঁদি নাই,
            তোমাকে এমনটি দেখে;
সত্যকে ছাড়ি মিথ্যাকে ধরি,
            কি করে এখনও বেঁচে?


আলোর কাছে থাকবে না ভাল,
            ভেবেছো কি মনে মনে?
আঁধারে সাধারে ধরিবে কেমনে?
            শুধুই ঘুরিবে বনে বনে?


ছোট্ট জীবন, ছোট্ট মনন,  
            এই কালের গতিতে ধায়;
ক্ষণিকে কালো, ক্ষণিকে আলো,
            এ যেন বিদ্যুৎ চমকায়।


যতটুকু পারো, ততটুকু কর,
              থেকো না আঁধার ঘরে;
আলোর জোয়ারে ভাসায়ে নিজেরে,
             সাজাও তোমার ধরণীরে।


১০ই আষাঢ, ১৪২৫,
ইং ২৫/০৬/২০১৮,
সোমবার, ভোর ৮টা। ৫৩৭ তাং ২৫/০৭/১৮।