জগতের সৃষ্টি ধারা, কে ভাবতে পারে?
অনন্ত বিস্ময়ে ভরা, দেখি চারিধারে।
সন্তানের জন্ম কেন? বিশালতা কার?
মা বাবা জানেনা তত্ত্ব, প্রকৃতি নির্ভর।
তৃষিত মানুষ শুধু, জানতে যে চায়,
অন্তরের বোবা কান্না, তাহারে ভুলায়।
পথ চলে অন্ধকারে, খোঁজে মন দিয়া,
যদি আলো দেখা যায়, গহীনেতে গিয়া।


পাশা খেলা খেলে যেন, ইন্দ্রিয় তনয়,
আপনারে বোঝেনা তো, নিজেরে হারায়।
হারিতে হারিতে যদি, কভু জিতে যায়,
জানিবে বুঝিবে সব, এটাই তো দায়।
সৃষ্টি দিয়ে শুরু হয়, ধ্বংসেতেই শেষ,
তবু খোঁজার আনন্দ, মনে লাগে বেশ।


২৪ শে, ভাদ্র, ১৪২৭,
ইং  ১০/০৯/২০২০,
বৃহস্পতিবার রাত ১১:৫৩।  ১১৩২,  ১৭/০৯/২০২০।