ঘরের ছেলে এসো ফিরে,
যেই ঘরের স্বাধীনতার জন্য
রক্ত দিলে সবাই মিলে।


বিষের বাঁশি আর বাজবে না,
রক্তে ধুয়ে গেছে সে বিষ চিরতরে,
কোনদিন আর ফিরবে না।


ভাষা দিয়ে প্রথম শুরু,
আমাদের এই স্বাধীনতার,
শেষ হল তাই নতুন করে
পেয়ে স্বাধীনতা এই জনতার।


দুঃখের দিনে, সুখের দিনে,
ছিলে তুমি মোদের সাথে;
এখন কেন রইবে দূরে,
জাতির আনন্দের এই প্রভাতে?


দুখিনি সন্তানহারা এই মায়ের ব্যাথা
তুমি ছাড়া কে বুঝবে হেথা?
স্বাধীনতার যুদ্ধ জয়ের নায়ক তুমি,
তুমি বাঙালি জাতির পিতা।


২৯শে মাঘ ১৪২৬,
ইং ১৩/০২/২০২০,
বৃহস্পতিবার, বিকেল ৪:২১। ৯১৭, ১৪/০২/২০২০।