তুমি রবে নীরবে
বাঙালির মাথার উপরে,
শয়িত তুমি আজ রবীন্দ্র সদনে,
ক্ষণপরে যাবে চলে,
শোকোস্তব্ধ তোমার মৃত্যু মিছিল,
মহাশ্মশান কেওড়াতলার পানে।


সাম্যের কথা তোমার কন্ঠে
শুনবে না আর কেউ
তুমি ছিলে বাঙালীর কণ্ঠ,
আজ লাগে বুকে ঢেউ।


আপন হারা হলাম মোরা,
চোখে বইছে অশ্রুধারা;
চলে গেলে অনাথ করে,
ভাবতে গিয়ে হইযে হারা।


২৯ শে কার্তিক,১৪২৭,
ইং ১৫/১১/২০২০,
রবিবার বিকেল ৪টা।  ১১৯১, ১৬/১১/২০২০।


আজ ১৫/১১/২০২০, রবিবার দুপুর ১২:১৫মি: প্রিয় অভিনেতা, চিত্রকর, কবি, আবৃত্তিকার প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেলেন বাঙ্গালীদের ছেড়ে সেই অজানার পথে। আর পাবো না তারে এই জীবনে।