উন্নয়নের নামে উলঙ্গ আমরা
কেমনে ঢাকি লজ্জা বলো?
দেখি রক্তহীন এর রক্তক্ষয়
বন্দুক উচিয়ে বলছে চলো।


এদিক থেকে ওদিক হলে
বলতে পারো জীবন যাবে;
এবার সবাই জানতে চাই
রক্তের অভাব মিটবে কবে;


দেশ ছেড়ে বিদেশে গিয়ে
বড় বড় কথা বলি;
সুখের সীমা নাইরে দেশে
রাজার মত আমরা চলি।


দেশটা আমার ভারত বর্ষ
দুঃখী গরিব নাইরে হেথা;
ধর্ম, বর্ণ, জাতের বিভেদ
ওই বদনামটা শুধুই বৃথা।


কোটি টাকার পোশাক পরি
বিশেষ বিমানে বিদেশ ঘুরি;
শত্রুর মুখে ছাই দিয়ে
ধনতন্ত্রের সাথে বন্ধুত্ব জুড়ি।


মহান আমার এই ভারতবর্ষ
খালি পেটেই সবাই হর্ষ।
বাস্তবে রূপ পায় না কভু
চলে পরিকল্পনায় হাল কর্ষ।


৩১শে আষাঢ়,১৪৩০,
ইং  ১৭/০৭/২০২৩,
সোমবার সকাল ৮:২৭। ২০৭৩, ১৯/০৭/২০২৩।