উত্তর খুঁজি মানুষের ভিড়ে,
জানি উত্তর পাবো না হেথা,
পাবো ওই মহাসিন্ধুর তীরে।


কত যে বিশ্বাস ছিল মানুষের উপর,
তাই বকলমা দিয়েছিলাম, দিয়েছিলাম ভার।
বিশ্বাস ভেঙেছে ওরা মানুষের প্রতিনিধি হয়ে,
কে দেবে? কার কাছে পাব উত্তর?


বিশ্বাস ভাঙার ছবি চারিদিকে আজ,
জনপ্রতিনিধি হয়ে এই তো ওদের কাজ।
চিনি নাই, জানি নাই, উপযুক্ত কারা,
বারবার ভুল করে, হব পথ হারা,
এই তো মানুষ মোরা।


সত্য বলায় যেন- থাকে না ভয়,
মিথ্যার ভয়ে যেন পথ না হারায়,
জীবন সুন্দর হোক ভালোর ছোঁয়ায়।


৪ঠা কার্তিক, ১৪২৫,
ইং ২২/১০/২০১৮,
সোমবার, সকাল ৭.২৫মিঃ। ৬১৪ তাং ২২/১০/২০১৮।