জীবন পল্লবের মত পল্লবীত সব,
কল্লোলিত নদী-নালা চারিদিকে রব।
প্রস্ফুটিত পদ্মেরাজি দীঘির কালো জলে,
হংসমিথুন খেলা করে ভালোবাসার ছলে।


নদী পাড়ে কাশবন হয়ে আছে সাদা,
শরতের আবির্ভাবে মনে লাগে ধাঁধা।
আকাশে সাদা মেঘ  করে বুঝি খেলা,
আনন্দে জাগে মন, দেখি শরতের ভেলা।


পাখির কলকাকলিতে ভরে ওঠে মন,
গাছে গাছে পাতা নড়ে, বয় দখিনা পবন।
ভরা নদী থৈথৈ প্রানো সখি আসে ওই,
নদী পাড়ে একা বসে, তার পানে চেয়ে রই।


মনে মনে ভাবি কথা, বসে বসে একা হেথা,
কমল সম প্রিয়া মম, প্রানে দেয় ব্যাথা।
দুহাতে জড়ায়ে তারে, রাখিতে চাই হৃদি পরে,
কেন তারে দেব ব্যথা, জীবনের কঠিন ঝড়ে?


১৯ শে ভাদ্র, ১৪২৭,
ইং  ০৫/০৯/২০২০,
শনিবার সকাল ৭:৪০। ১১৫২,  ০৭/১০/২০২০।