পরিবর্তনের যুগের পরিবর্তন হবে,
          সময়, কাল, মেপে;
খরার পরে বর্ষা আসবে,
          বৃষ্টি হবে ঝেঁপে।


দিনের শেষে রাত্রি আসে,
           আঁধারের শেষে আলো;
আলোর খেলায় জীবন ভুলায়ে,
          অস্তাচলে করে টলমল।


এইতো জীবন এইতো খেলা,
সুখে দুখে ভাসায় ভেলা,
             অজানা অচেনা পথে;
তবুও চেতনা আসেনা কাহারো,
চটকে প্রকাশ তবুও তাহারও,
               লোভ লালসার মত।


৩০ শে আশ্বিন, ১৪২৬,
ইং ১৮/১০/২০১৯,
শুক্রবার, সকাল ৯টা।  ৮১১, ১লা কার্তিক, ১৪২৬, ১৯/১০/১৯।