বিবেকের কাছে প্রশ্ন করলে
যাহা উত্তর মেলে;
তাতেই আসে আসল শান্তি
স্বচ্ছ সুন্দর দিলে।


মূর্তি সে তো মূর্তি নয়
বিবেক এই মানুষের;
ধর্ম মতের সবার উপর
কথা সেই মনুষ্যত্বের।


হেথায় এলে হারিয়ে যায়
সকল ধর্মমত সবার;
মনুষ্যত্বের বিবেক থাকে পরে
চুপটি করে ভাবার।


১৬ই আষাঢ়,১৪৩০,
ইং ০২/০৭/২০২৩
রবিবার বেলা ১:২৫। ২০৫৭, ০৩/০৭/২০২৩