শ্রাবণী জলতরঙ্গে-  
           মৃদু বাজিছে মৃদঙ্গ,
হৃদয়ের একতারাতে,
             শুনি সৃষ্টির ছন্দ।


বিভেদে দুঃখ, মিলনে আনন্দ,
কাব্যে সৃষ্টি, অন্তরের দৃষ্টি,
            প্রকাশিছে কবিবর,
           বোঝাতে আপনপর।


সব আছে, তবু মনে হয় কিছু নাই,
           তাই চারিদিক লাগে বড় ফাঁকা;
ফল্গুধারার মত, অন্তরে প্রবাহিত,
            অপ্রকাশিত সব আবরণে ঢাকা।


প্রেমময় জগতে-প্রেম আসে,
         চেতন কিংবা অবচেতনে;
হৃদয়ের এই সিঞ্চিত ধন,
         অনুভবে সবে ক্ষণে ক্ষণে।


কখন বাজিবে রাগ ভৈরবী,
            মানুষের মন মন্দিরে;
আঁধার আলোকিত হবে,
             সবার হৃদয় কন্দরে।


পরশমনির ছোঁয়ায় আলোকিত হউক,
            আমাদের জগৎ সংসার;
দুঃখের আঁধার দূর হয়ে যাক,
             ভুলে যাক আপন পর।
১৫ই শ্রাবণ, ১৪২৪,
১লা আগস্ট, ২০১৭,
মঙ্গলবার, বেলা ১টা।