সুস্বাগতম মুখের বইয়ে
যেথায় আমরা যাই হারিয়ে;
মনের কথা প্রাণের কথা
কথায় কথায় দেই ভরিয়ে।


কিছু ভালো কিছু মন্দ
মনের কথায় মিলাই ছন্দ;
রাগ রাগিনী কত আছে
মিলাতে গিয়ে থাকে দ্বন্দ্ব।


আছে ভাষায় অনেক দারিদ্রতা
করি নানান রাগের অনুকরণ
ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে শুনবে
আমার হৃদয় বীণার অনুরণ।


দক্ষ শিল্পীর প্রাণের ছোঁয়ায়
উঠুক ভরে প্রাণের ঝুড়ি;
ধন্য হবে হৃদয় আমার
মনন ফুলের সেই কুঁড়ি।


৫ই মাঘ,১৪২৯,
ইং ২০/০১/২০২৩,
শুক্রবার রাত ১১:৫১। ১৮৯৪, ২১/০১/২০২৩।