গানের দোলায় দুলিয়ে দিয়ে,
প্রানের আবেগে ভাসিয়ে নিয়ে,
ফুলের মালা গলায় পরে,
যাবো আমি যাবো,  
সেই রূপকথার দেশেই আমি যাবো।  


অপরূপ সেই রূপের বাহার,
তুলনা যে নাই রে তাঁহার,
ফুল ফুটে রয় দিনে রাতে,
এমন কানন কোথায় পাবে,
যাবে তোমরা আমার সাথে যাবে?


যাওয়ার কথা বললে সবাই,
মুখ কালো হয়, দেখি যে তাই,
কেউবা বলে, বলতে যে নাই,
কেন তোমার কাছে এমন কথা শুনবো?  
তবু আমরা যাবো, সবাই আমরা যাবো।


দেখনা চেয়ে অতীত পানে,  
সবাই গেছে অমোঘ টানে,
কেউ পারেনি বুঝতে মানে,
জানে ওরে- সবাই জানে,
শাশ্বত সেই অমোঘ সত্য মনে প্রাণে মানে।


এই জগতে আমরা সবাই,
দুঃখের সাথে করছি লড়াই,
এ লড়াই এমনি করেই লড়বো,
লড়তে লড়তে হারবো,
তবু আমরা যাবো, সবাই আমরা যাবো!  


২০শে ভাদ্র, ১৪২৫,
ইং ০৬/০৯/২০১৮,
বৃহস্পতিবার, বিকেল ৪টা। ৫৭৫ তাং ০৬/০৯/২০১৮।