যাহা কিছু ঘটে সত্যই বটে
মিথ্যা পায় না ঠাই;
সত্য আসে আর সত্য যায়
জেনেছি আমরা তাই।


জন্মের পরে ওই মৃত্যু আসে
এড়াতে পারে কি কেউ?
সত্য- সে যে পরম সত্য
লাগে এসে বুকে ঢেউ।


পাশ কাটাতে পারি না আমরা
সুখ দুখ হাসি কান্না;
গায়ের জোরে বা মনের জোরে
মিথ্যাকে প্রশ্রয় আর না।


যে কদিন বাঁচি নিয়ে ঐ হাসি
তাহাই কি সত্য শুধু?
দুঃখের বেদনা তুমি কি বোঝনা
চুপ কেন তুমি বঁধু ?


দুঃখের যন্ত্রণা আর সুখের মন্ত্রনা
জানি নয় কিছু মূল্যহীন;
ধনী-দরিদ্র সব একই পঙক্তিতে
সত্য মিথ্যার বাজে বীণ।


২৩ শে পৌষ, ১৪২৯,
ইং ০৮-০১-২০২৩,
রবিবার সন্ধ্যা ৫:৪৮। ১৮৮২, ০৯-০১-২০২৩।