সভ্যতা আজ হারাতে বসেছে,
এই ধর্ম জাতের গোড়ামিতে;
মানবতা খুঁজে পাবে না আর,
সব হারায়ে যাবে হিংসাতে।


যখন শাসক হয়  মৌলবাদী,
কেমনে আটকাবে ধ্বংসকে?
দেখো চেয়ে আজ চারিদিকে,
ওরা গুরুত্ব দেয় বংশকে।


মনুষ্যত্ব আর মানব চেতনা,
বাঁচাতে পারে মানুষকে;
ওঠো জাগো বারবার বলো
মানবতার বাহক মানুষ যে।


আত্মার সাথে আত্মার বন্ধন
হোক সত্য তাহাই চিরন্তন;
মনুষ্যত্ব আর ওই মানবতায়
হোক তৈরি সেই মানববন্ধন।


২৩ শে চৈত্র,১৪২৭,
ইং ০৬/০৪/২০২১,
মঙ্গলবার বেলা ১১:৪২। ১২৮১, ০৮/০৪/২০২১,