যে চলে গেল, গেল চলে,
            সে তো ফিরবেনা;
কোথায় গেল, কেন গেল,
           তা জানা হলো না।


তাঁর কথাটা পরবে মনে,
     যখন স্মৃতি হবে বাসর কনে;
ভালবাসার দেওয়া নেওয়া,
        কত ছিলো আমার সনে।


বিছানায় শুইয়ে বালিশ ভেজে,
পাশের বালিশ শূন্য সে যে,
     আঁধার ঘরে শূন্যের পানে চেয়ে;
চোখ বুজলে দেখতে যে পাই,
চোখ মেলে তাঁরে পেয়ে হারাই,
    আমার সেই স্মৃতির খাতা বেঁয়ে।


আর পাবনা তাঁরে কাছে,
মনের খাতায় পরশ আছে,
       অনুভবি আমার হৃদয়মাঝে;
আসবে কি সে আমায় নিতে?
দিনের শেষে সেই সে রাতে,
    যখন নিভবে বাতি নিঝুম সাঁঝে!


৩০শে কার্তিক,১৪২৪,
ইং ১৭/১১/২০১৭,
শুক্রবার বিকেল ৩টা।