সবাই আসে, সবাই ফিরে যায়,
              রেখে যায় রেশ;
বর্তমানকে জড়িয়ে ধরে ভাবি-
             আছি মোরা বেশ!


হারানোর কি যে ব্যথা,
        তাহা বোঝে না তো কেউ;
বোঝে শুধু সেই জন,
        যার বুকে লেগেছে সেই ঢেউ।


ফুল ফোটে ঝরে যায়,
     বৃন্ত পারেনা ধরিয়া রখিতে তাঁরে;
নিরবে অশ্রু ঝরে তাঁর,
     হারানোর ব্যথা বলিবে সে কারে?


যেতে হবে সব ছেড়ে,
           আজ নয়তো বা কাল;
শুধু ভালটুকু করে যাও,
           মুছে তব আঁখি জল।


১লা ভাদ্র, ১৪২৫,
ইং ১৮/০৮/২০১৮,
শনিবার, রাত ৮টা। 582 dtd 14/09/2018