একা এসেছো একা যাবে
দোসর পাবেনা;
এই জগতে সেই দোসর
শুধুই ছিল মা।


যৌথ পরিবার ভেঙে চুরমার
কোথায় পাবে তারে?
ওই শিক্ষিত সব ছেলেমেয়ে
চাকরি করে দূরে।


নিজের সংসার নিজের পরিবার
নিজের ছেলে মেয়ে;
এখন ভাবতে তাদের ভীষণ কষ্ট
অন্যের কথা নিয়ে।


কোথায় বাবা কোথায় মা,
কোথায় ভাই বোন?
সবাই থাকে অজপাড়া গায়ে
দোটানায় তাই মন।


নিজের পরিবারের সুখের ভাবনা
ছাড়তে কষ্ট হয়;
বাবার কৃষির উপরে বেঁচে থাকা
লাগে বড় ভয়।


তাই তো দেখি পিতা-মাতা
বৃদ্ধ হয়ে গেল;
সন্তানরা তাদের পাঠিয়ে দেয়
যায় বৃদ্ধাশ্রমে চলে।


কি প্রয়োজন সংসারের এই
প্রেমের মাখামাখি?
মাতা পিতা চোখের জলে
ভাসছে আমরা দেখি।


পিতা ভাবে সন্তান কবে
আসবে আমার কাছে;
আমার কষ্ট তখন বুঝবে
মা-বাবা কেমন করে বাঁচে?


বিপদেই যৌথ পরিবারের কথা
পরে সবার মনে;
সুখের দিনে কেউ ভাবে না
ধনী পরের ধনে।


৬ই আশ্বিন , ১৪২৯
ইং ২৩/০৯/২০২২,
শুক্রবার রাত ১২:৫০ । ১৮০৭, ২৫/০৯/২০২২।