শিশু! সেতো এক পবিত্র আত্মার প্রতীক,
নিষ্পাপ কোমল ও শুদ্ধ,
শিশুর কলকাকলীতে আনন্দদায়ক হয় সবকিছু,
উৎফুল্ল থাকে বিশ্বাত্মা।


শিশু নিষ্পাপতার অপর নাম
পরিশুদ্ধ সরল সত্ত্বার উত্তম প্রতিনিধি –
ব্যবহারিক জটিল বুদ্ধির প্রয়োগ থেকে অনেক দূরে,
ঈশ্বরানুকম্পার বাস্তব প্রতিভূ
তার নিরমল শুদ্ধ সত্ত্বার জন্যে!


সে এক উন্নত সত্ত্বার মাধ্যম –
অতিপ্রাকৃত চেতনার আলোকরশ্মি গ্রাহক
পৃথিবীর সমূহ মঙ্গলের তরে!
আলোকের ধারক,জ্যোতির আবাহনকারী!!


ঈশ্বরালোকের আলোর শিশু!
যে আলোকবর্তিকা হাতে নিয়ে প্রতিদ্বারে
পৃথিবী কল্যাণে রত-
জগতের আনন্দ যজ্ঞের পূর্ণতাদানকারী।।


সাকারে ঈশ্বর পাওয়া দূর্লভ
শিশুর মধ্যে স্রষ্টার সাবলীল সুখ-বিরাজ,
শিশুর মতো সীমাহীন সরলতা না জন্মালে-
সকল শিশুর স্নেহ প্রদত্ত না হলে-
ঈশ্বরের নৈকট্য লাভ সুদূরপরাহত!!