আমি সকলের  চেয়ে ভাল-
আমি গুণী, আমি জ্ঞানী, আমি শাস্ত্রজ্ঞ-
সকল বিষয়ে আমি করেছি অর্জন পাণ্ডিত্য!
আমার কাছে প্রচুর আসে শিক্ষার্থী - শেখার তরে।
সম্মানও করে তারা অপরিমেয়!


আমি সেরা ধর্মজ্ঞ!
ধর্মজ্ঞানে আমার সাথে জুড়ি মেলা ভার!
আমি সর্ব্বোত্তম ধর্মগুরুর শিষ্য -
সবাই আসে আমার কাছে ধর্ম-মন্ত্রণা নিতে!
ধর্মাচার -সিদ্ধান্ত দিতে আমার অাছে অগাধ জ্ঞান!
কারোরই নেই যোগ্যতা আমার পঙক্তিতে বসার!
অফুরন্ত বাহানা দেই,
সঙ্গ না দেওয়ার নিমিত্তে !


উচ্চ বংশে আমার জন্ম, শ্রেষ্ঠ পিতা-মাতা,
বিবাহসূত্রে আমি অতুলনীয় জামাই,মান্যবর শ্বশুর !!
সুন্দরী, মহিয়সী,পতিব্রতা বধূ আমার!
কন্যারত্ন সাক্ষাৎ আদি শক্তি দিব্যজননী-
সর্ব্বগুণে গুণান্বিত জগত শ্রেষ্ঠপুত্র!
তাই কারও ধার ধারি না!


পাছে আমার সাধনা-চ্যুতি ঘটে সাধারণের সংস্পর্শে !
কাজে,সাজে,ক্রয়-বিক্রয়ে,গমনে,পঠনে-
অনন্য আমি সবার চেয়ে সকল সিদ্ধান্ত রচনে!
সবার সাথে কথা বলিনে-এড়িয়ে চলি!
সম্মুখে দেখে ও না দেখার অকৃত্রিম ভান করি।।
সাজাই বিচিত্র বাহানা!
সঙ্গ না দেওয়ার তরে!


সাধারণে অাচরণ আমার তিক্তকর অভিজ্ঞতা!
কোন মতেই মিশি না তাদের সাথে!
ভালো কদাচিৎ লাগে কখনো সখনো!
অবহেলা করা অথবা দাম না দেয়া --
আমার অন্যতম উন্নত চেতনার বৈশিষ্ট্য!!