কবিতা   : '' আশাই জীবন! ''
রচনায়   : চিত্তরঞ্জন সরকার
তারিখ   : ১০-০৪-২১ ইং
.....................................................................
শত শত প্রচেষ্টায় ব্যর্থ হয়ে কর্মক্লান্ত বিষন্ন ব্যক্তির-
একটা সময় নিশ্চয়ই হতাশা আসে, সামনে করে ভির!
সাফল্যের দ্বারপ্রান্তে উপনীত হয়েও, পেলে ব্যর্থতা!
হতাশাই হয় অবশিষ্ট সম্বল,না পেয়ে উদ্দিষ্ট সফলতা!!


ভেঙ্গে পরে অতিশয়, না পেয়ে কাঙ্খিত স্বীয় উপহার!
হৃদয়ে কষ্ট ক্রমশ বেড়েই চলে,স্তূপীকৃতে হয় পাহাড়!!
সবকিছুই শূন্য মনে হয়,ভাবে জীবনের কী সার্থকতা?
হররোজ পেরোতে থাকে,কষ্টকর নানান সব অভিজ্ঞতা।।


দিন আর যেতেই চায় না,গ্রাস করে পরাজিত জীবনকে,
কষ্ট ভারাক্রান্ত হৃদে হঠাৎই জেগে উঠে নূতন প্রাণ,
তাতে সঞ্চারে নবতর উৎসাহ, চিত্তে জেগে উঠে-
নবোদ্যমে সচকিতে জীবন-চালিকা শক্তি-আশা!


আশাই জীবন,হৃদয়ের রসদ-শক্তি সাফল্যের চাবি!
আশা বিনে মুষড়ে পরে সবে,হয়ে যায় মৃত ছবি!!
ভাঙ্গা-গড়া,  মহাসমুদ্রের তরঙ্গের সংসারে ভাই-
মজবুত করে আশারুপ একটি ভেলা বানানো চাই!


অতীতের ব্যর্থতার অভিজ্ঞতায়,
হতে হবে তাড়িত আশায়।
তানাহলে জীবন যুদ্ধে অনিবার্যভাবে
প্রাপ্তি হবে পরাজয়!!
ন্যায়সঙ্গত আশা আর সুপরিকল্পিত সকল কর্ম।
তবেই ঈশ্বর করবে নির্মাণ মোদের সাফল্যের বর্ম।।