'' আতঙ্কে নবসাঝে
    পহেলা বৈশাখ...... ''


পুরাতন জরাজীর্ণতাকে ফেলে পেছনে,
নতুন দিনের সূচনা করে পহেলা বৈশাখ।
আয়োজন করি অতীতের সব দুঃখের বিসর্জনে,
জীবনে আনিতে নবতর প্রাণের জোয়ার -
আসে সাগ্রহের,চিরপ্রতিক্ষীত পহেলা বৈশাখ।।
প্রতি পরাণে জন্ম নেয় আশার নবতর শাখ!


বর্ণাঢ্য সাজে সকলেই সুসজ্জিত, বর্ষবরণে।
সাহসে না কুলায় আতঙ্কে করোনা স্মরণে।।
চারিদিকে ঝলমলে বিভিন্ন উৎসবের পরিবর্তে।
বাঁচার তাগিদে ঘরকোণে লুকায় অতি নিভৃতে।।


কোভিড-১৯ এর দাপটে কোণঠাসা আমরা সবাই।
বড়ই থাকি ব্যস্ত আমরা, চাচা আপন প্রাণ বাঁচাই।।
রাজপথে বহুল প্রত্যাশিত আনন্দের মিছিল,
তৎপরিবর্তে করোনা হাসে করে খিল খিল।।
রাস্তা শুনসান ভারি গম্ভীর ডিউটিরত সেনাগণ।
দোকান-পাট বন্ধ সবি, দেখা যায় গুটি কয়েকজন।।


তাপিত প্রাণে শান্তি পাওয়ার আশায়।
কতইনা মুখিয়ে থাকি, অধীর আকাঙ্খায়।।
চিত্ত চঞ্চল সারাদিন, সদা সতর্কায় থাকি,
ভয়ে থরহরি কম্প, আরও কী আছে বাঁকী!!
চতুর্দিকে বৈরী পরিবেশ,বাতাসেও জীবাণু!
সুবাস কবে আসিবে, জানে পরমাত্মা শ্রীবিষ্ণু!!


তবুও আশায় থাকি, ঝড় থামিবেই একদিন।
করিব উল্লাস প্রিয় সঙ্গে, করোনাতঙ্কবিহীন!!
রইল শুভকামনা নিরন্তর,সকলেই সুখী হউক।
নবতর নবোদ্যমে জীর্ণ ধরা,শান্তি তৃপ্তি লাভ করুক।।