'ভাগ্যাহত আমি'
(Bhaggyahata)
✍️✍️ : চিত্তরঞ্জন সরকার
তারিখ : ২২।০৮।২১
......................................................
কর্ম বন্ধন!
কর্মের নিবন্ধ অতীব সুকঠিন!
কোনভাবেই যায়না করা খণ্ডন!!
অদম্য অদৃশ্য দুর্দান্ত এক অমোঘ বন্ধন!!!


অনতিক্রম্য!
কিছুতেই এড়িয়ে যাওয়া যায়না -
সামনের দিকে সাফল্যের পথে, মুক্তির অভিমুখে!
কর্ম বিপাকে আসে হাজারো সহস্র বাধা!
ভবিষ্যৎ সফলতা করিতে ছিন্ন সমূলে!!


কর্মফল-বন্দী!
কর্ম-শৃঙ্খলে শক্ত করিয়া বন্ধিত হস্তপদ-
ইচ্ছে করিলেই পারতেছিনা ভাঙ্গিতে সেই নিগড়!
দুই নয়ণে দেখি শুধুই সীমাহীন অবাঞ্ছিত অন্ধকার -
পাহাড়সম নিরাশার ধূু ধু বালুচর!!


হতোদ্যম!
বুক বাধিয়া নূতন করিয়া নবতর আশায়-
হইতে পারিতেছি না পালোয়ান তুল্য বলিয়ান!
বিমর্ষতা জাগিয়া উঠে চিত্তে, ব্যর্থতা পাইয়া-
কি করিয়া হই সাহসে সামনে আগুয়ান!!


ভাগ্যাহত!
চারিদিকে দিগ্বলয়ে অসীম নিরাশাই দৃশ্যমান -
জীবন-নদী করে হাহাকার,আহত ভাগ্য!
সাফল্যের দ্বারপ্রান্তে উপনীত হইয়াও-
মিলিতেছে না তাহার দেখা, হইলেও প্রাপ্তির যোগ্য!!


তবুও-
হারিতে চাহিনা আমি, হইতে পারি না পরাজিত!
করিয়া যাইব আরও প্রাণান্তকর প্রচেষ্টায়!
অর্জিবারে অনন্য সাফল্যের চাবি-
শক্ত করিব চিত্তের দৃঢ়তা আরও নব নব সাজে!
বিজয়ী হইবোই ঈশ্বরানুগ্রহে অযুত কোটি বাধায়!!