" দু'খানি একসূত্রের কবিতা!! "


✍️  চি ত্ত র ঞ্জ ন  স র কা র
       ১৭/১২/২০২৩ ইং
~~~~~~~~~~~~~~~~
          (১)
অনবরত বমন! তীব্র জ্বরে পুড়ে যাচ্ছিল দেহখানি -
মাথাব্যথা, শরীর ম্যাজম্যাজ করছিল,
চোখে হাজার কেজি টনের পাথর চেপে থাকায় -
নির্ঘুম নয়ন তুলতেই পারছিলাম না!
সারা দিনরাত শয্যাশায়ী হয়ে পড়েছিলাম-
গোঙানির আওয়াজে শুধুই স্মরণে আসছিল-
'পরমেশ্বর মোরে কর রক্ষা '
শুয়ে শুয়ে অনুভব করছিলাম খাঁটের ঘূর্ণনকে!
অনুভূতি হচ্ছিল ভয়ানক মৃত্যুর অভিজ্ঞতাকে!
পীড়িত শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেলেই তো 'শব'!


       (২)
স্নেহাস্পদ ভাই 'জীবন রায়' লালমনিরহাট নিবাসী-
আশ্রমের মেসে থাকা কালীন 'মেসমেট',
সদা হাস্যোজ্জ্বল প্রাণে পূর্ণ একজন মানুষ!
সব সময় আনন্দের ফোয়ারায় মেতে রাখতো সে!
সরল সিধে সাদা মনের সৌষ্ঠবদেহের দূর্লভ মানব প্রাণ!
হঠাৎ একটি অঘোষিত প্রাণহন্তারক দুর্ঘটনা!
ট্রাক-মোটর সাইকেলের ভয়াবহ সংঘর্ষ!
একটি ভয়াল মর্মান্তিক মর্মস্পর্শী মৃত্যু!
স্মৃতিতে আরও একটি আধ্যাত্মিক শিক্ষা।


মনকে বুঝালাম,শাসালাম 'তুমি একজন মুসাফির -
তাছাড়া আর কেউই নও,
মৃত্যুর আগমনের কোনো সময় নেই!
যেকোনো মুহুর্তে সে তোমার নয়নগোচর হতে পারে!
তাই সাধু হও সাবধান-
যাও শরণে পরমকরূণাময়ের চরণে!


'.....স্নেহাস্পদ জীবন রায়ের আত্মার উর্ধ্বগতি কামনা করি।
নিগমলোকে তাঁর বিদেহী আত্মার সুগমযাত্রা হোক।'