" মরীচিকা "
শব্দ গাঁথুনীতে : চিত্তরঞ্জন সরকার
তারিখ            : ০৮-০৫-২১ ইং
....................................................
সংসার মরুভূমিতে অনন্ত ভ্রমণে ক্লান্ত আমি,
পদযুগল আর চলে না,
ক্ষুধার্ত জীর্ণ শীর্ণ আমার এ দেহ !
পিপাসিত ওষ্ঠে হৃদয় তৃপ্ত করতে জল চেয়েছিনু-
প্রাণ রক্ষিতে কেউই এগিয়ে এলো না,
নির্জনতায় ভরা চারিপাশে
কারও কোন সাড়া মিলল না!
এলো না কেহ জলদানের আশ্বাস দানিতে!
অবহেলিত পরে রইলাম একপার্শ্বে পিপাসার্ত হয়ে !!
কোন সম্ভাবনাই আর দর্শিত হলো না আমার নয়নে-
আসতে দেখা গেল না  নূতন কোনো সুহৃদকে!
কেউই আগুয়ান হলো না মৃতপ্রায় 
দুর্বল আমাকে বাঁচাতে!
এবার মরেই যাব বুঝি জলের অভাবে, তৃষ্ণায় !!


অগত্যা হৃদয়ে নবতর উদ্যমে ব্যর্থ চেষ্টা করলাম!
খুঁজতে লাগলাম আবার কোথায় সে তৃপ্তিদ্বায়ী জল!!
উত্তপ্ত বালুকাময় পথে সীমাহীন যাত্রা আমার !
জলের অভাবে মলিন মুখে অথর্ব চিরন্তন " আমি"!!
মুহুর্মুহু মূর্ছা যাওয়া তৃষ্ণার্ত হৃদয়ে,
সুপেয় জল পান করাতে,
কেউই আগুয়ান হলো না মৃতপ্রায় 
দুর্বল আমাকে বাঁচাতে!
এবার মরেই যাব বুঝি জলের অভাবে, তৃষ্ণায় !!


সহসা মনে হলো অনেক দূরে একটি জলাশয়,
জল করছে টলমল, প্রাণ-সঞ্জীবনী সুপেয় জল!
ক্ষণিকে দৃশ্যমান,আবার তৎক্ষনাৎ মিলিয়েও যাচ্ছে!
জীবনের যেন এক সুকঠিন ভেলকিবাজি !!
মনে হলো কাছে গেলে স্নান ও পান দুটিই হবে!
কিন্তু এ কী হায় বিধি যে বাম!
যতই যাই দ্রতগামীতে কল্পিত জলের নিকট-
উপনিত আর হওয়া হয় না কোন কালে!
কারণ সেইটা  আরও যায় দূরে, নাগালের বাইরে !!
দূর্ভাগ্য আমার,
মরীচিকার পিছনে ছুটেছি তৃষ্ণাতুর আমি-
যে জল কখনোই সাধ্য নয় পাওয়ার!!
কেউই আগুয়ান হলো না মৃতপ্রায় 
দুর্বল আমাকে বাঁচাতে!
এবার মরেই যাব বুঝি জলের অভাবে, তৃষ্ণায় !!