প্রতিশ্রুতি
✍️ চিত্তরঞ্জন সরকার
~~~~~~~~~~~~~~~~~
হঠাৎ করেই নয়, সময় নিয়ে-
অপেক্ষার প্রহর গুণে গুণে,
ধৈর্য্য ধরে তাঁকে অবলোকনে-
বুঝলাম 'সে অপাংক্তেয়' ভাবে!
কোনো দিন যাকে দেখিনি -
নয়নে যাকে কভূ হেরি নি।
শ্রবণ-যুগলে কদাপি শুনি নি -
এখন সে তাঁর 'অক্ষি-তারা' জানি!
সে আন্তরিকতা আর কোথায়?
পার হয়ে গেছে মেলা সময়!
প্রিয়তার অভাবে শুধু হায় হায়-
দুই মেরুতে দু'জন বিকর্ষয়!
ধৃত প্রতিশ্রুতিগুলো ফ্যাকাশে!
মধুর স্মৃতিরা জ্বলে চিত্তাকাশে!
কানে বাজে আর ইথারে ভাসে-
মনে করে আর বেকুব মন হাসে!
পুরনো চাল ভাতে যদি বাড়ে -
পুরনো প্রতিশ্রুতিরা কেন হারে?
অধুনা স্বার্থিক অব্যর্থ বাগাড়ম্বরে-
সুপ্রাচীন ধারা তিলে তিলে হারে!
Recollected in tranquility
০২.০১.২০২৫