" আত্মপ্রত্যয় "
         .........  ✍️ ধ্রুবালোক
..............তারিখ : ২১-১১-২১ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~


ঈশ্বর সাক্ষাৎকার অতীব সুকঠিন ব্যাপার,
বিমূর্ত ধারণা অচঞ্চল প্রত্যয়ে হয়ে ওঠে মূর্ত -
বিশ্বাসে মিলায় বস্তু তর্কেতে রয় বহুদূর!


বিশ্বাসের মধ্যে নিহিত অপরিমেয় প্রচন্ড শক্তি,
ধরনীর অনন্য চালিকাশক্তি লক্ষ্যে পৌঁছানোর-
যাতে বলিয়ান জীবনযোদ্ধা লাভ করে কীর্তি!


বিশ্বাসের স্বরূপ হয় মূল্যবান পরশপাথর দূর্লভ,
যার সংস্পর্শে লৌহ চরিত্র স্বর্ণালংকারে ভূষিত-
অন্ধকারে নিমজ্জিত চিন্তিত হৃদয় করে সুখলাভ!


মণি-মানিক্য,হীরা-জহরৎ,কাঞ্চনাদির থেকে,
বহুলাংশে রাখে ভূমিকা  স্বীয় আত্মপ্রত্যয়কে-
সকল বাধারাশিকে অবলীলায় পেছনে রেখে!


আত্মবিশ্বাসের বাস্তবিক মূল্য অসীম অপরিমেয়,
সাফল্যের স্বপ্নসিঁড়ি আনে হাতের মুঠোয় -
মূল্যবান রত্ন-মানিক্যাদি মানে পরাভব হেয়!


বিশ্বাস ভঙ্গ হলে,হয় মূল্যহীন কাঁচের সমান,
বিফলতার ভারে ন্যুজ হয় শরীর মন চিন্তা-
চিত্ত অবশ দূর্বল হয়,অযুত টুকরো হয় পরাণ!


পৃথিবীর সবকিছুই থাকে সন্দেহের তালিকায়।
আর প্রত্যয় থাকে না শক্ত ও কঠিন নির্বিকারে-
জীবনের সামান্য পথেও চলতে পায় নানান ভয়!


হৃদয় মন হয় ভারাক্রান্ত,জাগে সীমাহীন বিমর্ষ,
লোকাচার,ব্যবহারে,ভজনে,ভোজনে বা ধ্যানে-
শত চেষ্টা করেও চিত্তে না আসে স্বভাবসিদ্ধ হর্ষ।


বিষাদে তিক্ত হয় জীবনের যাপিত প্রতিটি ক্ষণ,
আত্ম'প্রত্যয়' কে খুঁজে ফিরে নিশিদিন সারাক্ষণ-
বিশ্বাসভঙ্গের বেদনা বিষাক্ত,অসহনীয় বেদন!!


আত্মবিশ্বাসীরাই জয়ী হয়, সুকঠিন সংসার রণে,
বার বার পড়ে গিয়েও হৃদয়ে আত্মপ্রত্যয় আনে-
দৈবের আশীষে সাধারণে আত্মপ্রত্যয়ে 'বিজয়ী' বণে!!