কবিতা :  'শেখ রাসেল'


✍️  চি ত্ত র ঞ্জ ন  স র কা র
      তারিখ : ১৮/১০/২০২৩ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


সুকোমল সুস্মিত সুনয়নের শুদ্ধ আধার!
জন্মেছিলেন রাসেল মুজিবুর-আগার।।


১৯৬৪ সালে ফজিলাতুন্নেছার রত্নগর্ভেতে।
আলোকিত করেছিলেন সবাইকে আনন্দেতে।।


১৯৭৫ সালের ১৫ই আগস্টে,ষড়যন্ত্রের শিকার!
সপরিবারে শহীদ হন,অশ্রুসিক্ত লোচন সবার!!


কোমলপ্রাণা শেখ রাসেল নিষ্পাপতার প্রতীক!
অমানবিক হায়েনারা অস্ত্র হানে,তাদের শত ধিক!!


তব জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই।
চিরন্তন বেহেশত নসীব হোক,ঈশ্বর করুণায়।।


৫৯তম জন্মক্ষণে শ্রদ্ধাঞ্জলি,
                            অন্তরের মণিকোঠা থেকে।
উৎসাহ উদ্দীপনার হোন আধার-
                শক্তি-আলোকবর্তিকা সামনে রেখে!!


জগত হউক পুলকিত কৃতার্থ -
                            তব মহিমান্বিত জন্মদিনে।
সদা স্মরণ করুক সবাই-
                          শ্রদ্ধায় ঝংকৃত হৃদয়-বীণে!!


👑 Happy Birth Day to you,Sheikh Rasel🎂
🌹❣️...শুভ জন্মদিন ...শেখ রাসেল 💝🎁