'শ্রীকৃষ্ণ-সন্দেশ'


✍️  চি ত্ত র ঞ্জ ন  স র কা র
      তারিখ : ০৬/০৯/২০২৩ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
জয় জয় গোবিন্দ গোপাল কৃষ্ণসুন্দর বনমালী।
'ওঁ নমঃ ভগবতে বাসুদেবায়' মন্ত্রে দিনু পুষ্পাঞ্জলি।।


দুষ্টের দমন,শিষ্টের পালন আর ধর্মরক্ষণে।
যুগে যুগে আসেন পরমব্রহ্ম করি দেহধারণে।।


বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ নামেতে।
পরম সত্ত্বা অনুগ্রহ করে এলেন নেমে মহীতে।।


ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে।
সর্বাকর্ষক ঈশ্বর জন্মিল কংস-কারাগারেতে।।


বসুদেব ও দেবকীর অষ্টম রত্নগর্ভেতে।
যাদব বংশে কারারুদ্ধে মানসিক যোগেতে।।


শ্রী শ্রী গীতার প্রাণপুরুষ গোলক বৈকুন্ঠ হতে।
পাঁচ সহস্র বছর আগে আসেন এই ধরাধামেতে!!


শ্রীবিষ্ণুর অবতার পুরুষোত্তম ভগবান।
বিষ্ণু সহস্রনামের ৫৭তম 'শ্রীকৃষ্ণ' নাম।।


মথুরার নরপতি কংস মহাদুরাচারী।
কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে দুর্যোধনাদি সংহারি।।


অর্জুনের সারথিরূপে রথে বসি শ্রীহরি।
ভগবদ্গীতোপদেশে পরমার্থ-জ্ঞানদান করি।।


শঙ্খ-সুদর্শন চক্র-কৌমদকীধারী দুষ্ট নাসিতে।
নেতৃত্ব করেন দান ধর্মরাষ্ট্র-প্রতিষ্ঠা করিতে।।


গরুড়ে বাহন করি আরাধ্য বাসুদেব দিব্য নায়ক।
সর্ব্বদেবগুণা,রঙ্গকৌতুকপ্রিয়,আদর্শ প্রেমিক।।


তোমার অপ্রাকৃত লীলা কে পারে বিচারিতে।
কখনো জগন্নাথ,ভেঙ্কটেশ,বিঠোবা ভক্তিগ্রন্থাদিতে।।


বহুধা পরিব্যাপ্ত নটবর পরম আদরনীয় প্রেমা।
কূটনীতিজ্ঞ,ধর্মতাত্ত্বিক বংশী-বাদনরত পরমাত্মা ভূমা।।


দাও জ্ঞান, দাও ভক্তি প্রেম তোমায় পূজিবারে।
নিষ্ঠা দাও বাস করি বৃন্দাবনে যুগলমূর্তি পাইবারে।।