'' সৃষ্টি ধ্বংসের তরে- ''


©️ চি ত্ত র ঞ্জ ন  স র কা র
তারিখ : ২৬/০৩/২০২৩ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~


আনন্দযজ্ঞের এ জগতে জন্ম হয়েছে সবার মৃত্যুর তরে-
সৃষ্টি যেন ধ্বংসের সূত্রে অবধারিতভাবে গ্রন্থিত!
সময়ের সম্পর্কের মধুরতা পর্যবসিত হয় তিক্ততায়-
কালের কঠিন শাসনে,
সময়ের ঘড়িতে নিদারুন ছকে বাঁধা!


ঝলমলে দিন ও ঘন অমানিশায় ছেঁয়ে যায়!
সুপক্ব সুমিষ্ট রসালো যাঞ্চিত ফল পঁচে যায় -
বহুমূল্য উত্তম কাষ্ঠে সুদক্ষ কারিগরে
নির্মিত আসবাবপত্র ও হয়ে যায় বিবর্ণ মলিন!
পরে থাকে ময়লার ভাগারে,
অপাংক্তেয় হয়ে অবহেলায়!!


কুঞ্চিতচর্মের হেলেন- ডায়ানারা -
আর সাধারণের চোখে পড়ে না!
যেমনটি আদরণীয় ও  অভিনন্দিত হয়েছিল -
যাঞ্চিত চকচকে রূপ-লাবণ্যের যৌবনে!
অযুত-নিযুত কোটি পাণিগ্রাহী
বিনিদ্র রজনী ধ্যানে পড়ে থাকতো
সুষুপ্তিতে ও স্মরণ করতো পরম প্রেমে!


শক্তিশালী বিশ্বজয়ী ইংরেজরাও-
সময়ের কবলে বিজিত হয়!
আজকের রাজাধিরাজ কালকের কপর্দকহীন ভিক্ষুক!


নশ্বর এ ধরায় চিরস্থায়ী নয় কোনো কিছুই -
ধন, সম্পদ, অহংকার, মান-মর্যাদা এবং বেদনা,
সে সমস্ত কিছুতো  ধূলিকণার মতনই-
সামান্য উত্তরের সমীরণেও কোথায় হয়ে যায় বিলীন!!


কাজেই মান ও হুঁশ জেগে উঠুক সকল মানুষের -
উজ্জ্বীবিত হোক কল্যাণের পথে ঈশ্বরের পথে!!